কম্পাইলার নিয়ে কিছু কথা এবং কম্পাইলার ইনষ্টলেশন - Program Village

Be a programmer

Sunday, 10 September 2017

demo-image

কম্পাইলার নিয়ে কিছু কথা এবং কম্পাইলার ইনষ্টলেশন

2


আমরা জানি কম্পিউটার শুন্য (০) এবং এক (১) ছাড়া কিছু বোঝে না। এটা তার বোধ গম্য ভাষা। কিন্তু এই ভাষা ব্যাবহার করে একটা বড় সফটওয়ার বানানো একটা মানুষের জন্য অনেক কঠিন হয়ে যায়।
তাই উন্নত ভাষা আছে, যার দ্বারা মানুষ সহজেই বড় বড় প্রোগ্রাম লিখতে পারে। আর এই বড় বড় প্রোগ্রামকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রুপান্তরের কাজ করে কম্পাইলার। এক কথায় বলতে গেলে, কম্পাইলার হচ্ছে এমন একটা সফ্টওয়ার যা কোনো প্রোগ্রামকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রুপান্তর করে। আশা করি কম্পাইলারের বিষয়টা পরিষ্কার হয়েছে।


Cb_splash



সকল প্রোগ্রামিং ল্যাংগুয়েজের  আলাদা আলাদা কম্পাইলার আছে। এর মধ্যে সি (C) ল্যাংগুয়েজের একটি কম্পাইলার হল কোড ব্লক্স (Code Blocks)। আমরা কোড ব্লক্স ইনষ্টল করে সেখানে প্রোগাম লিখে রান করবো। Code Blocks ইনষ্টল করার জন্য প্রথমে এখান থেকে ফাইলটা ডাউনলোড করে নিবো। Windows ব্যাবহারকারিরা Windows এর ফাইল,  Linux ব্যাবহারকারিরা Linux এর ফাইল এবং Mac ব্যাবহারকারিরা Mac এর ফাইল ডাউনলোড করে নিবো।

তারপর ইনষ্টলারটি ডবল ক্লিক করে নিচের পদ্ধত্বি অনুসরণ করি।


1
 
2

3

4

5

6


এবার এখানে Yes ক্লিক করলেই ইনষ্টলেশন সম্পুন্ন হয়ে নিচের মতো উইনডো আসবে।

7



ব্যাস, হয়ে গেল ইনষ্টল। পরের পোষ্টে আমরা  Code Blocks দিয়ে প্রোগ্রাম লিখবো।



No comments:

Post a Comment